দাতের কোন ফিলিং সবচেয়ে ভালো ও সুন্দর এবং দাম কত…..?

দাতের কোন ফিলিং সবচেয়ে ভালো ও সুন্দর এবং দাম কত…..?

বর্তমানে ডেন্টিস্টিতে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় ফিলিং হচ্ছে কম্পোজিট বা লেজার ফিলিং… এ ফিলিংটি সকল দাতে ব্যবহার করা যায় এবং ফিলিংটি টেকশই ও দীর্ঘস্থায়ী।

বর্তমানে মানুষ অনেক বেশি সৌন্দর্য সচেতন তাই তারা এখন দাঁতের রঙের সাথে মিলিয়ে ফিলিং চায়।  এ ফিলিংটি এন্টিরিওর টিথ অর্থাৎ সামনের দাতের Class 3, Class 4 কেভেটিতে  ব্যাহার করলে একদম দাতের কালারের সাথে মিলে যায়।

অনেক ধরনের শেডে কম্পোজিট ফিলিং গুলো পাওয়া যায়। কম্পোজিট ফিলিং মূলত রেসিন বা প্লাস্টিক ও গ্লাসের মিশ্রণে তৈরি এবং এতে দাঁতের জন্য উপকারী ফ্লোরাইড দেওয়া থাকে। এই ফিলিং গুলো ভিবিন্ন দেশের ভিবিন্ন মানের এবং ভিবিন্ন দামের হয়ে থাকে। কে কত দামের ফিলিং এবং কোন মানের ফিলিং ব্যাবহার করে তা সম্পুর্ন নির্ভর করে চেম্বার এবং ডাক্তারের কোয়ালিটির উপর এমনকি পেশেন্টের বাজেটের উপর ও নির্ভর করে। তবে আমাদের এখানে অরজিনাল জাপানি ফিলিংটা ডাক্তার ব্যাবহার করে থাকেন। কম দামে কখনও আপনি ভালো মানের ফিলিং পাবেন না। কম্পোজিট ফিলিং ক্যামিক্যালি এটাস্টমেন্ট হয় বলে যাদের সামনের দাত ফাকা তাদের জন্য এ ফিলিংটি ভালো হবে কারন সুন্দর ভাবে দাতের কালারের সাথে মিলিয়ে দেওয়া যায়। কাছে থেকে  দেখলেও কেউ বুঝতে পারবেনা যে তার দাতে ফিলিং আছে।

আর খরছটা বলে দিই… আপনি ভালো মানের মেডইন জাপান  কম্পোজিট  ফিলিংটা দিলে প্রতি দাতে খরচ আসবে ২০০০ টাকা থেকে ২৫০০ টাকা।  তারপর ও ডাক্তার দাতের কন্ডিশন দেখে কিছুটা কম  বেশি করতে পারে।

আর অনান্য ফিলিং গুলো আপনি ১০০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে করতে পারবেন। এর অনেক কম দামের ফিলিং ও বাংলাদেশে আছে। আমি ওগুলোর কথা বলব না।

কম্পোজিট ফিলিং এর সুবিধা

১। সবচেয়ে বড় সুবিধা হলো এটি বিভিন্ন শেডের পাওয়া যায় যা মানুষের দাঁতের রঙের সাথে সম্পূর্ণভাবে মিলে যায়।

২। কম্পোজিট ফিলিং ভেঙ্গে গেলে শুধু ভাঙ্গা অংশে ফিলিং করা যায়।

৩। সামনের ও পিছনের দিকের সব দাঁতে ব্যবহার করা যায়।

৪। শুধুমাত্র দাঁতের ক্ষয়রোগ নয়, এটি দাঁতের ভাঙ্গা অংশে, দাঁতের মাঝের ফাঁকা কিংবা ডায়াস্টেমা বন্ধ করতে অথবা রং নষ্ট হয়ে যাওয়া দাঁত স্বাভাবিক দেখাবার জন্য করা হয়ে থাকে।

৫। পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত কোনো উপাদান এতে ব্যবহৃত হয় না।

৬। ফ্লোরাইডযুক্ত থাকে, যা দাঁতের জন্যে উপকারী।

কম্পোজিট ফিলিং এর অসুবিধা

অসুবিদা শুধুমাত্র একটাই…

খরচ তুলনামূলক ভাবে একটু বেশি।

ধন্যবাদ 🌹

              সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নাঈম ডেন্টাল কেয়ার আপনার দাঁতের স্বাস্থ্য এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য সেরা সেবা প্রদান করে। আমাদের অভিজ্ঞ ডেন্টিস্টরা বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও পদ্ধতির মাধ্যমে নিশ্চিত করেন যে, আপনি একটি সুন্দর হাসি এবং সুস্থ মুখগহ্বর উপভোগ করছেন।

Company

Business Hours

Return Policy

Terms and Conditions

Privacy Policy

About Us

About Us

Copyright Notice

Payment Methods

Information

Work Hours

Terms and Conditions

Business Hours

Copyright Notice

About Us

Contact Info

নাঈম ডেন্টাল কেয়ার © 2024