কি কি কারনে দাতের ক্যাপ  অথবা ব্রীজ খুলে যায় এবং ভেঙ্গে যায়.....?

দাতের ক্যাপ বা ব্রীজ খুলে যাওয়ার অনেকগুলো কারন রয়েছে। তার মধ্যে পেশেন্টের অসতর্কতা ও সঠিক পদ্ধতিতে এবং দক্ষ ডেন্টিস্ট দ্বারা যদি ক্রাউন প্রিপারেশান না করা হয় সে ক্ষত্রেও আপনার ক্যাপটি খুলে যেতে পারে। 

নিচে ক্যাপ খুলে যাওয়ার কিছু কারন আলোচনা করলাম।

🔶প্রথমত যেইদিন আপনাকে ক্যাপ পরানো হবে ঐ দিন কমপক্ষে অন্তত এক ঘন্টা পানি বা কোন খাবার চিবানো যাবেনা।প্রত্যেক ডেন্টিস্ট আপনাকে এ কথাটা বলে দিবে।  ক্যাপটাকে দাতের সাথে সেটিং হওয়ার জন্য সময় দিতে হবে।

🔶 দাতের ক্যাপ বা ব্রীজ  যে ক্যামিক্যাল দিয়ে লাগানো হয় ঐ ক্যামিক্যালের মেয়াদ কাল আজীবন থাকবে না। তাই ঐ ক্যামিক্যালের মেয়াদকাল ওভার হয়ে গেলেও আপনার ক্যাপ বা ব্রীজ খুলে যেতে পারে। ক্যামিক্যালটির মানের উপরও ক্যাপ খোলা না খোলা নির্ভর করে।

🔶 একটা ভাইটাল দাতের মধ্যে যে রকম ভাবে খাদ্য কনা আটকে দাত নষ্ট করে ফেলে ঠিক তমনি ভাবে ক্যাপ পরানো দাতেও খাদ্যকনা আটকে যায়। এবং এটা নিয়মিত পরিস্কার না করলে ঐ ক্যাপের এবং মাড়ির সংযোগ স্থলে মার্জিনে ব্যাকটেরিয়া তৈরি করে। যার ফলে  যে ম্যাটেরিয়াল দিয়ে অর্থাৎ আঠালো যে জিনিস দিয়ে  ক্যাপটি লাগানো থাকে  ঐ বন্ডিং টাকে ব্যাকটেরিয়ায় আস্তে আস্তে নষ্ট করো ফেলে, যার ফলে ক্যাপটি খুলে যায়।

🔶 শক্ত জিনিস হটাত করে জোরে কামড় দিলেও ক্যাপটি ভেঙ্গে যেতে পারে।  মনে রাখবেন ন্যাচারাল দাতও কিন্তু আন ব্যালেন্স করে কামড় দিলে ভেঙ্গে যায়। মানব দেহের মধ্যে সবচেয়ে শক্ত জিনিস হলো  এনামেল অর্থাৎ দাতের উপরে ভিজিবল সাদা অংশটুকু, আর এটি যদি জোরে প্রেশারের কারনে ভেঙ্গে যেতে পারে সেখানে ক্যাপতো কৃত্রিম। 

🔶 দাত যদি ভাঙ্গতে ভাঙ্গতে এতটাই ছোট হয়ে  যায় অার ঐ অবস্তায় যদি ইমপ্রেশন নিয়ে  ক্যাপ লাগানো হয় সে ক্ষেত্রেও ক্যাপ খুলে যেতে পারে। কমপক্ষে 4mm দাতের হাইড থাকতে হবে।

🔶 দাতের ভাঙ্গা ছোট অংশটিকে  যদি বিল্ডআপ করে দাতের হাইড বাড়িয়ে তারপর দাতের ইমপ্রেশন বা দাতের মাপ নেওয়া হয় তাহলে ক্যাপ খুলার সম্ভাবানা কম থাকবে। না হয় ক্যাপ খুলে যাওয়ার সম্ভাবনা বেশী।

🔶 ক্যাপ করা দাত দিয়ে সুইংগাম চিবানো যাবেনা। সুইংগাম চিবানোর ফলে দাতের মধ্যে একাট টেপারিং ফোর্স  ক্রিয়েট হয় দাতের মধ্যে একটা মবিলিটি চলে আসে তাই ক্যাপ খুলে যাওয়ার এটাও একটা কারন হতে পারে।

🔶 রুটক্যানাল করা দাত যেহেতু ভঙ্গুর হয়ে যায় সে ক্ষেত্রে দাতের গোড়াসহ ভেঙ্গে ক্যাপসহ চলে আসতে পারে। এ রকম যাদি হয় তাহলে আপনার দাতের শিকড়টি যদি ভালো থাকে ব্যাথামুক্ত থাকে সেক্ষেত্রে ঐ দাতটিকে বিল্ডআপ করে আবার ও দাতটি প্রতিস্থাপন করতে পারেন।

🔶 আর যদি দাতের গোড়া থেকে ক্যাপটি খুলে যায় তাহলে তাহলে কাল বিলম্ব না করে ডেন্টিস্ট এর কাছে যান,  সে আপনাকে আবার নতুন করে ক্যামিক্যাল দিয়ে ক্যাপটি আবার লাগিয়ে দিবে। যদি এক সাপ্তাহের বেশি যদি দেরি করে ফেলেন তাহলে দাতের পজিশান চেন্জ হয়ে যেতে পারে।

ধন্যবাদ 🌹

              সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। 

বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিন…

নিজেকে ঝুঁকিমুক্ত রাখুন।

তাই স্বল্প খরছে সর্বাধুনিক প্রযুক্তিতে ডেন্টাল সার্জন দ্বারা চিকিৎসা সেবা নিতে আমাদের চেম্বারে চলে আসুন। 

আমাদের ঠিকানা-  নাইম ডেন্টাল কেয়ার 

ফেনী প্লজা, ৪র্থ তলা (বড় মসজিদের উত্তর পুর্ব প্বাশে)

ট্রাংক রোড, ফেনী। ০১৯১৫-৭৩৮০১৩ # ০১৮৯৮-৪৪৪৪৯৭

page- nayemdentalcare

www.nayemdentalcare.com

nayemdentalcare@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নাঈম ডেন্টাল কেয়ার আপনার দাঁতের স্বাস্থ্য এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য সেরা সেবা প্রদান করে। আমাদের অভিজ্ঞ ডেন্টিস্টরা বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও পদ্ধতির মাধ্যমে নিশ্চিত করেন যে, আপনি একটি সুন্দর হাসি এবং সুস্থ মুখগহ্বর উপভোগ করছেন।

Company

Business Hours

Return Policy

Terms and Conditions

Privacy Policy

About Us

About Us

Copyright Notice

Payment Methods

Information

Work Hours

Terms and Conditions

Business Hours

Copyright Notice

About Us

Contact Info

নাঈম ডেন্টাল কেয়ার © 2024