🔴 রুট ক্যানেল বা এন্ডোডন্টিক্স ট্রিটমেন্ট কি?
🔴কি কি কারনে সাধানরত রুটক্যানাল চিকিৎসা করা লাগে ?
সংক্ষেপে বলতে গেলে….
রুট ক্যানেল বা এন্ডোডন্টিক্স ট্রিটমেন্ট হলো একটি ডেন্টাল ট্রিটমেন্ট প্রসিডিউর, যা দাঁতের ক্যানেলের ভিতরে থাকা ব্লাড ব্যাসেল ও নার্ভ কে অর্থাৎ দন্ত মজ্জাকে সম্পুর্ন ভাবে রিমোভ করে ইনফেকশান গুলোকে সঠিক পদ্বতিতে ইরিগেশান সলিউশানের মাধ্যমে বের করে ১০০% জীবাণুমুক্ত করে ঐ খালি ক্যানালটিতে বিশেষ ধরনের মেটেরিয়াল দ্বারা ভরাট করে পার্মানেন্ট ভাবে সিল করে দেওয়া হয়। আর এই প্রক্রিয়াটিকে রুট ক্যানাল ট্রিটমেন্ট বলে।
কি কি কারনে সাধানরত রুটক্যানাল চিকিৎসা করা লাগে তার মেজর কিছু Indication দেওয়া হল….
🔷 persistent pain, দাতের মধ্যে অভিরাম ব্যাথা হলে
🔷 দাতে পালপাইটিস হলে। অথবা দাতের ভিতর যদি প্যাথলজিকাল কোন চেন্জেস আসে।
🔷 পাল্প কোন কারনে ন্যাক্রোসিস হলে।
🔷 ঠান্ড গরম অথবা মিষ্টি জাতীয় জিনিস খেলে অথবা দাতে যদি অতিরিক্ত শিরশির করে।
🔷 কামড়ে এবং চিবানোর সময় যদি দাতে ব্যাথা করে।
🔷 দাতের গর্তটি এত গভীরে চলে যায় যা পাল্প চেম্বার অর্থাৎ রগের মধ্যে চলে যায়।
🔷 দাতের মধ্যে যদি কোন পেরিএপিক্যাল লেশন থাকে, অর্থাৎ দাতের গোড়াতে পুজ হয়ে যায়।
🔷 মিসিং দাতটির জায়গায় যদি দাত লাগাতে চান বা ব্রীজ করতে চান তাহলে পাশের ভালো দাতগুলোর সাফোর্ট নিয়ে কাজ করতে হয়, সে ক্ষেত্রেও ঐ ভালো দাতগুলোকে রুটক্যানাল করা লাগে।
🔷 দাত মাইনর মোবিলিটি থাকলে ও দাতটিকে শক্ত করে বসানোর জন্য rct করতে হয়।
🔷 Crown portion এ যদি এক্সিডেন্টলি যদি কোন Facture অাসে অথবা পাল্পের Exposed ঘটে তখনও দাতটিকে সংরক্ষনের জন্য রুটক্যানাল করতে হয়।
🔷 দাতে ক্যাপ করতে হলেও রুটক্যানাল ট্রিটমেন্ট করতে হয়।
🔷 রুটক্যানাল ট্রিটমেন্ট যদি কোন কারনে ফল্ট করে সেক্ষেত্র ও আবার রুটক্যানাল ট্রিটমেন্ট করা লাগে।
🔷 দাতের কালার বির্বণ হলে, মোটামুটি মেজর Indication এর মধ্যে এগুলোই.. তারপরও
এক কথায় বলতে গেলে…
দাতের মধ্যে ক্যারিজ বা কেভিটি হওয়ার কারনে দাত যদি অনেক বেশি শিরশির বা প্রচণ্ড ব্যাথা করে অর্থাৎ সিভিআর পেইন হয় তাহলে ঐ দাতটিকে এক্স-রে করার পর যদি দেখা যায় ঐ কেভিটি বা গর্তটি দাতের রগে মজ্জাতে চলে গেছে তখন ঐ আক্রান্ত দাতটিকে সংরক্ষন করার জন্য রুটক্যানাল ট্রিটমেন্ট করতে হয়।
ধন্যবাদ 🌹 সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।
বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিন…… নিজেকে ঝুঁকিমুক্ত রাখুন।
তাই স্বল্প খরছে সর্বাধুনিক প্রযুক্তিতে ডেন্টাল সার্জন দ্বারা চিকিৎসা সেবা নিতে আমাদের চেম্বারে চলে আসুন।
আমাদের ঠিকানা- নাইম ডেন্টাল কেয়ার
ফেনী প্লজা, ৪র্থ তলা (বড় মসজিদের উত্তর পুর্ব প্বাশে)
ট্রাংক রোড, ফেনী। ০১৯১৫-৭৩৮০১৩ # ০১৮৯৮-৪৪৪৪৯৭
page- nayemdentalcare email: nayemdentalcare@gmail.com
Website: www.nayemdentalcare.com